আজকের দিনটা জীবনের সেরা একটা দিন হয়ে এলো জাহ্নবীর জীবনে। সুন্দর সকালের পর আরও একটা সুখবর দিনটাকে রাঙিয়ে তুলল। চাকরিটা হয়ে গেছে জাহ্নবীর। আনন্দে, খুশিতে, সুখে পাগল হয়ে যাচ্ছে সে। অতীতে কখনো কোনো খবর তাকে এতটা আনন্দিত করতে পারেনি। ভায়োলেট কিনে আনলো মিষ্টি। কিন্তু পারভীন ততটা খুশি হননি। তাকে দেখে মনে হচ্ছে, তিনি এই বয়সে মেয়ের বিয়ে দেয়া ছাড়া আর কিছুতেই আনন্দ পাবেন না ভেবে পণ করে বসে আছেন।
সামার গভীর ঘুমে মগ্ন। জাহ্নবী মনের আনন্দে বাড়ির সব কাজ করল, সামারের জামাকাপড় গুলো সব পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে এলো। আজকের আকাশটাও সুন্দর৷ ঝকঝকে, রৌদ্রজ্বল। এমন একটা দিন জীবনে বারবার কেন আসেনা? প্রতিদিন কেন আজকের মতো সুন্দর হয় না?
জাহ্নবী পুরোটা বিকেল ঘরে শুয়ে বসে স্বপ্নে বিভোর হয়ে কাটাল। এখন থেকে সে প্রতিমাসে মোটা অংকের বেতন তুলবে। সেই টাকা দিয়ে কী করবে সে? বাবা মা, সামার, ভায়োলেট সবার জন্য কেনাকাটা করবে। বাসায় সবসময় ছোটছোট জিনিসপত্র কিনে আনবে। যেমন, সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ এরকম যাবতীয় সমস্ত জিনিস সে নিজের টাকায় কিনে আনবে, সবার জন্য। বাবাকে মাসে মাসে হাতখরচের জন্য কিছু দেবে, খুব লজ্জা লাগবে জাহ্নবীর। দৃশ্যটা ভাবতেই জাহ্নবী লজ্জায় বিছানার অন্যপাশে ফিরে শুয়ে পড়ল।
সামার যেমন পাহাড়ে ঘুরতে গিয়েছিল, একদিন সেও পাহাড়ে যাবে। সবুজের ওপর মেঘের উড়ে যাওয়া দেখবে। কোনো এক ছুটিতে সে সমুদ্র দেখতে যাবে। সুন্দর একটা শাড়ি পরে সমুদ্রের তীর ধরে হাঁটবে। ইশ! জীবনটা এত সুন্দর কেন?
জাহ্নবী সুখের ভাবনায় উন্মুখ হয়ে রইল। যদিও বারবার মনের কোণে একটা প্রিয় মানুষ উঁকি দিয়ে বেড়াতে লাগল। তার যদি একটা প্রিয়জন থাকতো! কত কী তাকে উপহার দিতো জাহ্নবী। দুজন একসাথে সমুদ্রের তীর ধরে হাঁটত। সূর্যাস্ত দেখত, পাহাড়ের ওপর একটা বেঞ্চে বসে কুয়াশাভেজা সকাল হওয়া দেখত৷ জীবনটা সত্যিই ভীষণ ভীষণ সুন্দর! এই সুন্দরের খোঁজ আগে কেন সে পায় নি, তাই ভেবে দুঃখও হতে লাগল তার।
সামার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে জাহ্নবীর চাকরির খবর শুনে আনন্দ প্রকাশ করল। আজ রাতে পার্টি একটা দিতেই হবে, কথাটা বলে বেরিয়ে গেল সে।
ভায়োলেট রাত নয়টায় বাসায় ফিরল। জাহ্নবীর জন্য একটা চমৎকার র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্স এনেছে সে। জাহ্নবী উপহার পেয়ে বেজায় খুশি। বাক্স খুলতেই দেখল, একটা চমৎকার ঘড়ি, একজোড়া কানের দুল, একটা নতুন ফোন কভার ও মিশু মনি'র লেখা 'হৃদমোহিনী' নামে একটা বই। জাহ্নবীর চোখ ছলছল করতে লাগল। উপহার পাওয়ার আনন্দ খুব কমই পাওয়ার সৌভাগ্য হয়েছে তার।
সামার জাহ্নবীর জন্য নিয়ে এলো একটা পারফিউম। ভীষণ মাতাল করা সুঘ্রাণ পারফিউম টার। জাহ্নবীর গায়ে একবার স্প্রে করে হাসতে হাসতে সামার বলল, ' তোমার হ্যান্ডসাম কলিগ'রা শুধু ভাব্বে এমন মিষ্টি ঘ্রাণ কার শরীর থেকে আসছে?'
হেসেই লুটিয়ে পড়ল সামার। জাহ্নবী মুচকি হেসে বলল, 'তোরা ভারি দুষ্টু। আমি তো তোদেরকে কিছুই দিতে পারলাম না রে।'
'প্রথম বেতন তুলে দেবে। আমরা তো এখন গিফট পাওয়ার দাবীদার।'
'ঠিক আছে। তোরা যা চাইবি আমি তাই দেবো।'
'ছি ছি, নোংরা কথাবার্তা।'
জাহ্নবী হা হয়ে গেল। আবারও হেসেই গড়াগড়ি খেতে লাগল সামার। আজকে তার মনে অনেক আনন্দ। প্রেম হয়ে গেছে তার!
একগাদা বেলুন, ঝিলিমিলি ও হাবিজাবি জিনিসপত্র নিয়ে এসেছে সামার। সেগুলো দিয়ে ভায়োলেট ও জাহ্নবী ঘর সাজাতে লাগল। পার্টি হবে আজ, জম্পেশ পার্টি। বাবাও নেই বাসায়। পারভীন মেয়েদের অনুরোধে রাতে মোরগ পোলাও রাঁধলেন। খেয়েদেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন তিনি।
সামার ফোনে কথা বলতে বলতে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এত স্বাধীনভাবে কখনোই ফোনে কথা বলার সুযোগ হয় না। একটু পরপর উচ্চশব্দে সামারের হাসির শব্দ ভেসে আসছিল জাহ্নবী ও ভায়োলেটের কানে।
জাহ্নবী বলল, 'আম্মুকেও জোর করে চট্টগ্রাম পাঠিয়ে দিলে ভালো হতো।'
'হা হা হা। চলো একটা কাজ করি আপু। দ্রুত পার্টিটা শেষ করে আমরা সামার আপুকে রুম ছেড়ে দেই। সে আয়েশ করে কথা বলুক ফোনে। আমরা তোমার রুমে শুই।'
'ভাল বুদ্ধি দিয়েছিস। আমি তাহলে মোমবাতি গুলো জ্বালিয়ে দেই।'
'না না, ওগুলো আগে সুন্দর করে মেঝেতে সাজাতে হবে। তার আগে তুমি সাজগোজ করে নাও তো।'
'আমি! আমি কেন সাজবো?'
সাজগোজ কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়েছে জাহ্নবী। সে তো ভুলক্রমেও কখনো সাজগোজ করে না। সাজগোজ করার মতো জিনিসপত্রও তার নেই।
ভায়োলেট সামারকে তাদের আকর্ষণীয় প্রস্তাবটি দেয়ামাত্রই নাচতে নাচতে ঘরে এলো সামার। জাহ্নবীকে নিজ হাতে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিলো সে। সামারের সাজগোজ করার অনেক জিনিস। ফাউন্ডেশন, কন্সিলার, ব্লাশ, লিপস্টিক আরও কত কী! একটার পর একটা ব্যবহার করে জাহ্নবীকে মনের মাধুরি মিশিয়ে সাজাতে লাগল সে।
জাহ্নবী শান্ত ভঙ্গীতে বসে আছে। তার বুক ধুকপুক করছে। আজকে আনন্দে মরেই যাবে সে। এত আনন্দ কেন চারপাশে! এত ভালো লাগছে কেন বেঁচে থাকতে? অথচ দুদিন আগেও সে নিজেকে একজন মৃত মানুষ ভাবতো।
সামার বলল, 'আপু, তুমি চেহারাটার একি হাল করেছো বলো তো? এত সুন্দর তুমি। অথচ নিজের যত্ন টত্ন নাও না। খালি ঘর দোর পরিষ্কার করলে হবে? নিজেরও একটু যত্ন নাও।'
জাহ্নবী বলল, 'আমি অতকিছু পারিনা বাবা। তোরা তোদের যত্ন নিস, তাহলেই আমার হয়ে যাবে।'
'ধুর আপু। এ ধরনের কথাবার্তা আমার সামনে বলবা না তো। অন্য আরেকজনের কাজ দিয়ে তোমার কিছু হবে না। আমি কখনো কাউকে খুশি করার জন্য নিজে কিছু করি না। আমার মন চাইলে আমি সাজি, আমার মন ভালো থাকে। আমার শরীর সতেজ রাখতে ভালো লাগে তাই আমি নিজের যত্ন নেই। বুঝেছ?'
'হুম। আর কতক্ষণ লাগবে?'
'হয়ে এসেছে প্রায়। শুধু হাইলাইটার বাকি।'
'এটা আবার কি!'
'এইযে এটার নাম হাইলাইটার।'
জাহ্নবীর চিবুকে হাইলাইটার লাগিয়ে দিলো সামার। মেকআপ ব্রাশের কোমল স্পর্শ পেয়ে জাহ্নবীর ভালো লাগল। নিজেকে দেখার তর সইছে না তার। সামার নিজের ওয়ারড্রব থেকে একটা শাড়ি বের করে পরিয়ে দিলো জাহ্নবীকে। ভায়োলেট বেঁধে দিলো জাহ্নবীর চুল। সবশেষে যখন নিজেকে আয়নায় দেখল জাহ্নবী, চোখে পানি চলে এলো তার। তাকে আজ একটা পরীর মতো লাগছে। নিজেকে দেখার পর এছাড়া আর কিছুই মাথায় এলো না তার।
ভায়োলেট একা একাই সাজগোজ করে বসে আছে। ওরা দুইবোন লিভিং রুমে এসে একে অপরের ছবি তুলতে লাগল। জাহ্নবীর ফোনের গ্যালারিতে দশ বারোটার বেশি ছবি নেই। এরমধ্যে হয়তো দু একটা ছবি তার নিজের। বাকিগুলো বাবা মা কিংবা ইন্টারনেটে প্রাপ্ত দুটো ছবি।
আজ জাহ্নবীর ফোনের গ্যালারিতে তার নিজের কিছু ছবি হবে। সে কোনো মডেলিং জানেনা, শিখিয়ে দিলো ভায়োলেট। সোফায় বসে, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলা হল জাহ্নবীর।
এমন সময় বাসায় পার্সেল এলো। কেক-এর অর্ডার দিয়েছিল সামার। ছোট্ট কিন্তু চমৎকার একটা কেক এসে হাজির। কেকের ওপর লেখা, ' Be happy always'
দুইবোন ছবি তোলার পর্ব শেষ করে এসে দেখল সামার এখনও সাজগোজ শেষ করে নি। বসে রইল ওরা। মেঝেতে সাজালো মোমবাতি। সামারের সাজগোজ শেষ হলে ওরা সবগুলো মোমবাতি জ্বালিয়ে দিলো।
অন্ধকার ঘরে মোমের আলোয় সবকিছু এত সুন্দর লাগছিল যে, জাহ্নবী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। ভায়োলেট ও সামারকে মোমের নরম আলোয় অপূর্ব দেখাচ্ছে। এই দৃশ্য বাবা মা দেখতে না পারলে তো সবকিছু বৃথা।
জাহ্নবী পারভীনের ঘরে ছুটে গেল। ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ডাকাডাকি করে জোরপূর্বক মাকে ধরে নিয়ে এলো জাহ্নবী। মেয়েদের ঘরে এসে মোমবাতির প্রজ্বলন দেখে ভড়কে গেলেন পারভীন। তবে স্নিগ্ধ এই নান্দনিক আলোয় তার তিন মেয়েকে অপূর্ব রূপবতী লাগছে। পারভীন রাগ করতে পারলেন না। তার নিজের পেটে ধরা মেয়েগুলো এত সুন্দর, নক্ষত্রের মতো ঝলমল করছে মেয়েগুলো, দেখেই ওনার বুকটা শান্তিতে ভরে গেল।
জাহ্নবীকে সাজগোজ করা অবস্থায় কখনোই দেখেননি তিনি। এমনকি কখনো দেখেননি ছোট দুই বোনের সঙ্গে আনন্দ ফুর্তি করতে। আজকে ওদের একসঙ্গে উল্লাস করতে দেখে উনি যারপরনাই বিস্মিত।
তিনবোন একে অপরের ছবি তুলে দিলো। সামার পারভীন ও দুই বোনকে সঙ্গে নিয়ে সেলফি তুলে ফেলল। কেক কাটল সবাই মিলে। দুই পিস কেক ও একটুখানি কোক খেয়ে নিজের ঘরে গেলেন পারভীন। তারও ইচ্ছে করছে তিন মেয়ের সঙ্গে পার্টিতে থাকতে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তিনি থাকতে পারলেন না। ঘর থেকে বের হয়ে এসে তার মন খারাপ হয়ে গেল। প্রচণ্ড মন খারাপ, ইচ্ছে করল হাউমাউ করে কাঁদতে।
পারভীন চলে যাওয়ার পর শুরু হল হৈ হুল্লোড়। আজ যেহেতু বাবা বাসায় নেই, মা কিছুই বলবেন না মেয়েদের। মিউজিকের তালে তালে নাচলো সামার। ভায়োলেট নাচতে পারে না, তবে জোরপূর্বক জাহ্নবীকে টেনে নিয়ে সেও সামান্য নাচতে চেষ্টা করল। হাসিতে, আনন্দে, হৈ হুল্লোড় করে মেতে উঠলো তিন বোন। সামারের বিভিন্ন জোকস শুনে অট্টহাসিতে ফেটে পড়ছিল বাকি দুজন।
পার্টি শেষ করে জাহ্নবীর ঘরে এলো ভায়োলেট। তার ঘুম পাচ্ছে। এত রাত অব্দি জেগে থাকার অভ্যাস নেই তার। কুসুম গরম জলে একটা গোসল করে এসে বিছানায় গা এলিয়ে দিলো সে। জাহ্নবীও বিছানায় এলো খানিক পর। দুই বোন পাশাপাশি শুয়ে স্বস্তির নিশ্বাস ফেলল।
জাহ্নবী বলল, ' ভায়োলেট, আমার মনে হচ্ছে এটা আমি নই। অন্যকেউ। কিংবা নতুন জন্ম হয়েছে আমার।'
' তোমাকে আরও জেগে উঠতে হবে আপু। জীবনটা ভীষণ সুন্দর, পৃথিবীটা ভীষণ সুন্দর। সবকিছু দেখতে হবে তোমাকে।'
'আজকে তো অনেক আনন্দ করেছি আমরা। তোর মন ভালো। আজকে তোর স্বপ্নের কথা বল?'
ভায়োলেট মুচকি হেসে বলল, 'না আপু। আমি আজকেও বলতে পারবো না। সময় হলে আমি বলবো তোমাকে। কথা দিলাম।'
জাহ্নবী আজকেও অন্যদিনের মতো হাল ছেড়ে দিলো। জোর করল না সে। চুপচাপ দুজনে শুয়ে রইল পাশাপাশি। সবকিছু নিস্তব্ধ হয়ে এলে হঠাৎ মনে হল মৃদু স্বরে কারও কান্নার আওয়াজ ভেসে আসছে। কান খাড়া করল জাহ্নবী। ওর বুকে একটা ধাক্কা লাগল। মা কাঁদছেন। বিছানা ছেড়ে উঠে যেতে উদ্যত হল জাহ্নবী।
ভায়োলেট ওকে বাঁধা দিয়ে বলল, 'যেও না আপু। মাকে কাঁদতে দাও। অনেকদিন পর গলা ছেড়ে কাঁদছে মা।'
'কিন্তু..'
'যেও না। ছেড়ে দাও।'
জাহ্নবী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সেও প্রতিরাতে নিরবে এভাবেই কাঁদত। ভীষণ হাহাকার লাগত তার। কিন্তু হঠাৎ করেই তার জীবনে পরিবর্তন এসেছে। মনে হচ্ছে, বেঁচে থাকাটা অর্থহীন নয়।
অনেকটা সময় কেটে যাওয়ার পর জাহ্নবী বলল, 'ভায়োলেট, তুই বলেছিলি চাকরি হওয়ার পর আলাদা বাসায় থাকতে।'
ভায়োলেট বলল, 'হ্যাঁ আপু। তুমি অফিসের কাছাকাছি একটা বাসা নাও। এক রুমে একা থাকবা। তোমার রুমে একটা বিশাল জানালা থাকবে, বারান্দা থাকবে। জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরের দুনিয়া দেখবে তুমি। বারান্দায় গাছের চারা লাগিয়ে রাখবে। ওদেরকে দেখে দিন শুরু করবে তুমি।'
' বাবা মাকে কী বলবো রে?'
'বলবে, অফিসের কাছে বাসা নিলে তোমাকে প্রেশার কম নিতে হবে। ধীরেসুস্থে উঠে অফিসে যেতে পারবে। বাসা থেকে যাতায়াত করাটা কষ্টকর হয়ে যাবে।'
'কিন্তু ওরা এটা বিশ্বাস করবে?'
'না, করবে না। ওরা মন খারাপ করবে। আম্মু অভিমান করে থাকবে। তার মেয়ে চাকরি হয়েছে বলে আলাদা বাসা নিচ্ছে এটা ভেবে রেগে থাকবে সে।'
জাহ্নবী খপ করে ভায়োলেটের হাত ধরে ভীত গলায় বলল, 'তাহলে!'
'তবুও তোমার যাওয়া উচিৎ। তোমার নিজের মতো জীবনটাকে দেখা উচিৎ আপু। আব্বু এতে একটুও বাঁধা দেবে না। উনি চান, ওনার মেয়েরা স্বাধীনভাবে বাঁচুক।'
জাহ্নবী ভায়োলেটকে জড়িয়ে ধরে বলল, ' আমাকে একটা বাসা খুঁজে দিবি?'
'হ্যাঁ আপু, দেবো।'
'ভায়োলেট, জানিস আজ আমার মনটা অনেক ভাল। আমার ছোটবেলার একটা ছবি আছে। কক্সবাজার সৈকতে বালুর ওপর বসে আছি। তখন আমার বয়স দেড় বছর। সমুদ্র কেমন আমার মনে নেই। আমি একবার সমুদ্র দেখতে যাবো রে।'
গলা ধরে এলো জাহ্নবীর। আর কথা বলতে পারল না। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ভায়োলেট জাহ্নবীকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মৃদু স্বরে বলল, 'অবশ্যই যাবে তুমি। তোমার সব ইচ্ছে পূরণ হবে।'
জাহ্নবী নিঃশব্দে কাঁদছে। ভায়োলেট বাঁধা দিলো না জাহ্নবীকে। মাঝেমাঝে কেঁদে ভেতর থেকে সমস্ত যন্ত্রণা দূর করে দিতে হয়। জাহ্নবী কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হল সে মেঘের ভেতর উড়ছে। তার পাশাপাশি উড়ছে সেই মেঘের মানুষটা। স্বাস্থ্যবান একটা মানুষ। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা যে স্বপ্ন সেটা নিজেও বুঝতে পারছে জাহ্নবী। অথচ চাইলেই স্বপ্ন থেকে বের হতে পারছে না!
.
.
.
চলবে.......................................................................