শিকদার সাহেবের দিনলিপি - মৌরি মরিয়ম - সমকালীন উপন্যাস - বই সংস্করণ

পড়ুন মৌরি মরিয়ম রচিত হাওয়াই মিঠাই উপন্যাসের অবলম্বনে লেখা সমকালীন উপন্যাস শিকদার সাহেবের দিনলিপি
শিকদার সাহেবের দিনলিপি
বিজ্ঞপ্তিঃ— এই গল্পটি মূলত হাওয়াই মিঠাই গল্পটির ২৮ নম্বর পর্বে বর্ণিত একটি ডায়েরি নিয়ে লেখা। লেখিকা ওই ডায়েরিটি গল্পের আকারে শিকদার সাহেবের দিনলিপি নামে প্রকাশ করেছেন। যদি আপনি হাওয়াই মিঠাই গল্পটি না পড়ে থাকেন তবে আগে গল্পটি পড়ে আসুন, তারপর এই গল্পটি পড়ুন, নাহলে এই গল্পটি বুঝতে পারবেন না। গল্পটি আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন, যার লিংক নিচে দেওয়া আছে। ধন্যবাদ।

আমাদের জীবনের পরিক্রমায় এমন কিছু মানুষ আসে, যারা সবসময় নিঃস্বার্থভাবে পাশে থাকেন। যারা আনন্দের সময় হাসির শব্দ বাড়ানোর সঙ্গী হন। বিপদের সময় ঢাল হন। অচেনা পথে বিপজ্জনক পথচারী চেনান। যারা নিজের কাজে আপনার মতামত নিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ বুঝিয়ে আপনার আত্মবিশ্বাস বাড়ান। অনুপ্রেরণা জোগান আপনার প্রতিটি নতুন কাজে। তেমনই একজন প্রিয় বড় ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, লেখক সাদাত হোসাইন।

শিকদার সাহেবের দিনলিপি বইটি মূলত হাওয়াই মিঠাই বইটির একটি অংশ। হাওয়াই মিঠাইতে একটি ডায়েরির কথা উল্লেখ ছিল কিন্তু ডায়েরির ভেতর কী লেখা-তা পাঠক জানতে পারেনি। সেই ডায়েরিটি নিয়েই আবর্তিত হয়েছে এই বইটির গল্প।
বইটি লিখতে লিখতে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল। আমি একজন পুরুষ এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি লিপিবদ্ধ করছি। বইটি আসার কথা ছিল জুলাইতে। কিন্তু শিকদার সাহেবের জীবনের কঠিন সময়টা লিখতে গিয়ে তার হতাশা-বিষণ্ণতাগুলো এমনভাবে আমার ভেতর ঢুকে যায় যে আমি লেখায় অনেক পিছিয়ে পড়ি। সারা দিন-রাত আমার বিষণ্ণতায় কাটত, কিছুই ভালো লাগত না। অনেক মাস এভাবে কেটে যাওয়ার পর যে মুহূর্তে আমি বিষয়টি অনুধাবন করতে পারলাম তখন থেকে আবার নিজেকে নিজের নিয়ন্ত্রণে এনে লেখা শেষ করি। পাঠকদের এতদিন অপেক্ষা করানোর জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি, হাওয়াই মিঠাই ভক্তদের এই বইটি কিছু বিশেষ অনুভূতি দিতে পারবে।

মৌরি মরিয়ম
খিলগাঁও, ঢাকা

সকল পর্বের লিংক সমূহ

মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা
পর্ব ১০ পর্ব ১১ পর্ব ১২
পর্ব ১৩ পর্ব ১৪ পর্ব ১৫
পর্ব ১৬
শিকদার সাহেবের দিনলিপি উপন্যাস, শিকদার সাহেবের দিনলিপি মৌরি মরিয়ম, শিকদার সাহেবের দিনলিপি ebook, শিকদার সাহেবের দিনলিপি গল্পের লিংক, শিকদার সাহেবের দিনলিপি বই, মৌরি মরিয়ম বই pdf download, মৌরি মরিয়ম সব গল্পের লিংক

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp