লোড হচ্ছে...
আপনি কি গল্প, কাব্য ও কবিতা লেখালেখি করেন? আপনি কি আপনার লেখা এই ওয়েবসাইটে প্রকাশ করতে চান? তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।

ঘুম পাগলী বউ

পড়ুন মুন্নি আক্তার প্রিয়া'র লেখা একটি অনু গল্প ঘুম পাগলী বউ
ঘুম পাগলী বউ
ঘুম পাগলী বউ

বাসররাতে তানভীর প্রিয়ার সাথে ভাব জমানোর জন্য কিছু প্রশ্ন করছে যাতে প্রিয়ার সাথে ইজি হওয়া যায়। কেননা পারিবারিকভাবে বিয়ে হওয়ায় তানভীরের সাথে প্রিয়ার তেমন কথাবার্তা হয়নি।
তাই প্রথম কথাবলা তানভীরই শুরু করলো,
- কাউকে ভালোবাসো? (তানভীর)
- হুম (প্রিয়া)
- কাকে?
- ঘুমকে
- ওহ আচ্ছা! কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
- ঘুমকে
- কি করতে ভালো লাগে?
- ঘুমাতে
- কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ?
- ঘুম
- সময় পেলে কি করো?
- ঘুমাই
- উফফ! ডিজগাষ্টিং (বিরক্ত হয়ে)
- ইয়াহ্! রাইট
- কি ঠিক?
- ঘুম ঠিকমত না হলে আমার ও ডিজগাষ্টিং লাগে।
- পাগল তুমি?
- উহু, পাগলী
- আসলেই তুমি একটা পাগলী
- সাথে কিছু যোগ হবে
- কিসের সাথে কি যোগ হবে?
- পাগলীর সাথে ঘুম যোগ হবে।
- ঘুমপাগলী?
- হুম
- ওহ আল্লাহ্!
- একটু ঘুম দিয়ো!
- মানে?
- আপনি আল্লাহ্কে ডাকলেন তাই একটু ঘুম চেয়ে নিলাম
- ইচ্ছে করছে........
- ঘুমাতে?
- না তোমাকে.........
- আমাকে সাথে নিয়ে ঘুমোতে? স্যরি আমি ঘুম কারো সাথে শেয়ার করতে পারিনা। 
- আর আমি তোমাকে ঘুমের সাথে শেয়ার করতে পারবোনা।
- তাহলে এক কাজ করুন, আপনিও ঘুমিয়ে পড়ুন
- ধ্যাত! ঐ টপিক চেঞ্জ করো তো। 
- আচ্ছা 
- আচ্ছা কি করতে তুমি কখনোই বোরিং হওনা?
- ঘুমাতে
- উফফ আবার!!!
- কি করছি
- কিছুনা। আমাকে তোমার কেমন লাগে?
- ঘুমের মত 
- মানে কী?
- মানে ঘুমকে অনেক ভালোলাগে আর আপনাকেও আমার অনেক ভালো লাগে ঘুমের মতই!
- এখন যদি বলি আমাকে নয়তো ঘুমকে বেছে নিতে তাহলে কি করবা?
- অবশ্যই ঘুমকে বেছে নিবো।
- তাহলে আমাকে বিয়ে করলি কেন, ঘুমকেই বিয়ে করতি(রাগী লুক নিয়ে)

তানভীর রাগে কথাটা বলেই চলে গেলো। আচ্ছা ভুল কি বললাম আমি? এত রাতে তো মানুষ ঘুমাবেই। তাহলে উনি রাগ করলো কেন? ধুর কোথায় খুঁজবো এখন তাকে, ছাদে গিয়ে দেখি
হুম ছাদেই দাঁড়িয়ে আছে,
- এইযে শুনছেন? (প্রিয়া)
- কি হইছে? (তানভীর)
- ঘুম পাইছে
- তো যাও ঘুমাও
- আপনাকে ছাড়া ঘুমোতে পারবোনা তো
- কেন? আমি কি করেছি?
- করেন নাই করবেন, এখন চলেন প্লিজ
- তাহলে বলো ভালোবাসি?
- হ্যাঁ ভালোবাসি
- কতটা ভালোবাসো?
- যতটা ঘুমকে ভালোবাসি
- ধুর! যাও তুমি (রেগে)
- এই যা, আবার রাগ করলো! আচ্ছা স্যরি এবার তো চলেন প্লিজ।
- হুম রুমে তো যেতেই হবে নয়তো তোমাকে শাস্তি দিবো কিভাবে!? (মনে মনে)
- কি হলো কি ভাবেন?
- না কিছুনা, চলো।
তানভীর প্রিয়ার হাত ধরে রুমে নিয়ে গেল। দরজা লাগিয়ে দিয়ে প্রিয়ার সামনে এগুচ্ছে, আর প্রিয়া পিছাচ্ছে।
- আপনি এভাবে সামনে এগুচ্ছেন কেন? (প্রিয়া)
- তুমিই না বললা আমাকে ছাড়া নাকি ঘুমোতে পারবানা। কিন্তু তুমি তো জানোই না যে, আমি থাকায় তুমি একটুও ঘুমোতে পারবানা। (মুখে দুষ্টুমির হাসি)

প্রিয়া পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে গেছে আর তানভীর একদম প্রিয়ার কাছে এসে পড়েছে।
প্রিয়াও মুখেও শয়তানির হাসি দিয়ে বললো,
- এক মিনিট। শুনেছি আপনি নাকি অনেক ভালো গান করেন?
- তো?
- তো এখন যে কারণে আপনাকে ডেকেছি, ঐটাই করবো
- কী? আদর করবা?
- হিহিহি, এটা এখন দেখতেই পাবেন। সরেন
তানভীরকে সরিয়ে দিয়ে প্রিয়া লাইট নিভিয়ে দিলো। তারপর তানভীরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলো।
- আয়ে হায়! আমার Naughty পিচ্চি বউ!! (তানভীর)
প্রিয়া কিছু না বলে একটা বালিশ নিয়ে তানভীরের পাশে শুয়ে পড়লো। তানভীরকে জড়িয়ে ধরে বললো,
- এবার একটা গান শুনান
- যাক, ঘুমের ভূত মাথা থেকে গিয়ে বউ আমার রোমান্টিক হয়েছে। আচ্ছা আমি তো গান শুনাবো তুমি কি করবা?
- কেন, ঘুমাবো।
- ধ্যাত! সরো। কই ভাবলাম চুমু দিবে। ঘুমের ভূত নামছে মাথা থেকে। আর উনি কি না ঘুমাবে!! কি যে ভাবে নিজেকে, এত ঘুম কিভাবে ঘুমায় একটা মানুষ? অসহ্য। কাকে যে বিয়ে করলাম, ব্লা ব্লা...............

তানভীর বকবক করেই যাচ্ছে আর এদিকে প্রিয়া ঘুমের দেশে।
- কি ব্যাপার? কিছু বলছোনা কেন? (তানভীর)
তানভীর ওঠে দেখে প্রিয়া ঘুমিয়ে পড়েছে। নিজের অজান্তেই তানভীর হেসে দিয়ে অস্ফুট স্বরে বলে, "আমার ঘুমপাগলী বউ'টা"
তানভীর প্রিয়াকে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু দিয়ে গান শুরু করে,

Tere sang yaara, khus rang baharaa
Tuuu raat dewaani,, najard sitaraa!!
Oh, Karam khud aya hai
Tujhe mujse mila hai,
Tujhpe marke hi to, mujhe zinaa ayaa hai!
Oh, tere sang yaara, khus rang baharaa,
Tu raat dewaani, najard sitaraa!
Oh tere sang yaara khus rang baharaa
Na tera hu jaou jo tu karde isharaa❤❤



***(সমাপ্ত)***

একটি মন্তব্য পোস্ট করুন

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
উফ!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে আগে আপনার ইন্টারনেটের সংযোগ ঠিক করুন এবং তারপর আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock সনাক্ত করা হয়েছে!
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন৷
আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইন বন্ধ করার জন্য অনুরোধ করছি, কারন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে রাজস্ব আয় করি তা এই ওয়েবসাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়।